News:

গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয়টি মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নে  ১৯১১ সালে মাইনর স্কুল হিসেবে জন্মলাভ করে ১৯৩৬ সাল পর্যন্ত এইভাবে চলতে থাকে ।বিব্যালয়ের পুরোনাম গোহালা তারিণী চরণ অমৃত লাল উচ্চ বিদ্যালয়। তারিণী চরণ (কাকা) অমৃত লাল (ভাতিজা) নামক দুই জন স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তি স্কুলটি প্রতিষ্ঠা করেন।  তখন গোহালা মাইনর স্কুল হিসেবে যার পরিচিতি ছিল । ১৯৩৭ সালে গোহালা টি.সি.এ.এল.উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এবং তখনকার পূর্ববাংলার সমস্ত স্কুল কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয় কতৃর্ক পরিচালিত হত । ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরে অত্র প্রতিষ্ঠানটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অন্তর্ভূক্ত হয় । ১৯৭১ সালে দেশ বিভাগ তথা স্বাধীনতার পরে ও প্রতিষ্ঠানটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে । বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সংখ্যা ২৪ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ৮০০ শতাধিক। বিদ্যালয়টি গ্রামীণ অববাহিকায় ৬ একর জায়গার উপর প্রতিষ্ঠিত।